মাত্র ১ জনের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা: আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির চিনাকুড়ি এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সি এক নাবালিকাকে পাঁচ যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছিল। এ বার সেই নাবালিকার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল আসানসোল জেলা হাসপাতালের গাইনিক ওয়ার্ডে কর্মরত নার্স ও কর্মীদের বিরুদ্ধে।
আরও দাবি করা হয়েছে, মায়ের পাশাপাশি ওই নির্যাতিতাকে এমন কিছু কথা এক পুরুষ ওয়ার্ডে গিয়ে বলেছেন ও তার কাছে জানতে চেয়েছেন যা, যথেষ্টই আপত্তিজনক। শুক্রবার রাতে হওয়া এই ঘটনার অভিযোগ উঠার পরে ব্যাপক শোরগোল পড়েছে।
শনিবার সকালে কুলটির মেনধেমো এলাকার তৃনমুল কংগ্রেসের নেতা বিনোদ সাউ, সুজিত সিং ও নেত্রী অনিতা সিংয়ের নেতৃত্বে নাবালিকার পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা আসানসোল জেলা হাসপাতালে এসে বিক্ষোভ দেখান। পরে জেলা হাসপাতালের সুপার ডা. নিখিলচন্দ্র দাসকে গোটা ঘটনার কথা জানানো হয়েছে। সুপার গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, ধর্ষণের এই ঘটনাটি ঘটেছিল গত ১০ ফেব্রুয়ারি। পরের দিন ১১ ফেব্রুয়ারি মেয়েটি বাড়িতে ফিরে এসে তার উপর যে নারকীয় অত্যাচার করা হয়েছে তা পরিবারের সদস্যদেরকে জানায়। এরপর পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।
অন্য দিকে, শুক্রবার নাবালিকার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিন বিনোদ সাউ, সুজিত সিং ও অনিতা সিং ও পরিবারের সদস্যদের অভিযোগ, জেলা হাসপাতালে নাবালিকাকে নির্যাতিত করা হচ্ছে। তাকে মানসিকভাবে অসুস্থ করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি তার মনকে আঘাত করা হচ্ছে এমন কিছু প্রশ্ন করে। এতে সে আরও অসুস্থ হয়ে পড়ছে।
পরিবারের সদস্যরাও অভিযোগ করেন, ১০ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে যাতে তারা মামলা তুলে নেন। অন্যথায় পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকতে হবে। গোটা বিষয়টি নিয়ে আতঙ্কিত নির্যাতিতার পরিবার ।
এদিন তারা আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসের সাথে দেখা করে নাবালিকার ভালো চিকিৎসা ও নিরাপত্তার দাবি জানান।
এই প্রসঙ্গে ডা. দাস জানান, নাবালিকার প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে। বাকি সব কিছু যাতে ঠিক থাকে তারও আশ্বাস দেন |
এ দিকে, তৃণমুল কংগ্রেস নেতৃত্ব ও পরিবারের সদস্যরা অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়া নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, ৭ দিন পার হয়ে গেছে। অথচ মাত্র একজনকে ধরা হয়েছে। বাকি ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। পরিবারের সদস্যদের হুমকি ও ভয়দেখানো হচ্ছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে এ দিন বিনোদ সাউ ও সুজিত সিং-রা হুঁশিয়ারি দিয়েছেন।
Be First to Comment