উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : বিশেষ চাহিদা সম্পন্ন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্তকে পেশ করা হল আদালতে।
ঘটনায় প্রকাশ, বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়।অভিযুক্ত সম্পর্কে ওই নাবালিকার পাড়াতুতো কাকা।অভিযোগ বাড়িতে তখন কেউ ছিলেন না, বাড়িতে একাই ছিলেন ওই নাবালিকা।নাবালিকার বাবা ও মা ছিলেন বাইরে,দিদি গিয়েছিলেন ব্যাংকে।আর সেই সুযোগে প্রতিবেশী কাকা বাড়ির মধ্যে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনতে পান অন্য প্রতিবেশীরা ।
প্রতিবেশী এক কাকা গিয়ে দেখেন ঘরে সদর দরজায় তালা লাগানো। পাঁচিল টপকে ঘরে মধ্যে গিয়ে দেখেন ঘরের মধ্যে নগ্ন অবস্থায় চিৎকার করছে নই নাবালিকা,তখন ঘরের মধ্যেই ছিলো অভিযুক্ত ওই ব্যক্তি। শুরু হয় বেধড়ক মারধোর।আর এই খবর পেয়ে কুলতলি থানার পুলিশ গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কুলতলি থানায় নিয়ে আসে।ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।

ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।এ বিষয়ে নির্যাতিতার দিদি এদিন বলেন,মঙ্গলবার আমি বাড়িতে ছিলাম না ব্যাংকে গিয়েছিলাম আর সেই সুযোগ নিয়ে প্রতিবেশী কাকা সম্পর্কে হয় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে গিয়ে আমার বোনের সঙ্গে এই ঘটনা ঘটায় ।এরপর স্থানীয়রা যখন খবর দেয় আমি গিয়ে দেখি আমার বোন বিছানায় শুয়ে রয়েছে। আমি চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল রূপান্তর সেনগুপ্ত বলেন, ইতিমধ্যেই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। সম্পূর্ণ বিষয় আমরা খতিয়ে দেখছি।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।




Be First to Comment