উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : আবাস যোজনার দুর্নীতি ঠেকাতে এবার সাত সকালে উপভোক্তাদের বাড়িতে হাজির কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য।
আবাস যোজনার দুর্নীতি ঠেকাতে ইতিমধ্যে কুলতলি বিডিও অফিসে বৈঠক করেছেন বিডিও নিজে।আর মঙ্গলবার সাত সকালে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে নিয়ে সোজা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সবকিছু যাচাই করার কাজ শুরু করলেন কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য।
এ দিন এ ব্যাপারে কুলতলি বিডিও সুচন্দন বৈদ্য বলেন, আবাস যোজনার তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। তাই সেই মতো আমার কুলতলি ব্লকের আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরে তথ্য যাচাই করা হচ্ছে, যাতে উপভোক্তাদের ঘর পেতে কোনো সমস্যা না হয়।আর এই কাজ যাতে স্বচ্ছ ভাবে হয় সে দিকে আধিকারিকদের নজর দেওয়ার কথা বলেন বিডিও।
রাজ্য জুড়ে শুরু হয়েছে বাংলা আবাস যোজনার উপভোক্তা যাচাইয়ের কাজ । সেই মতো দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের কুলতলি ব্লকের ৯টি অঞ্চলেআনুমানিক ২১ হাজার এর অধিক উপভোক্তা যাচাই প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ।
Be First to Comment