উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সুন্দরবনের কুলতলির কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েতে গত মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রতিবন্ধী এক মহিলার ধর্ষণের ঘটনা ঘটে। আর সেই ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর একটি প্রতিনিধি দল।
এ দিন এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করা হয়। এবিষয়ে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, “রাজ্যে অরাজকতা ঘটে চলেছে।এরাজ্যে মহিলারা নিরাপদ নয়। পুজোর সময় কুলতলির কৃপাখালিতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। আর এবার প্রতিবন্ধী একটি মেয়েকে ধর্ষণ করা হয়। আমরা চাই দ্রুত এই ঘটনার তদন্ত করা হোক”।
Be First to Comment