Press "Enter" to skip to content

মানুষের মাথার খুলি নিয়ে নাচ দেখার জন্য আজও কান্দির মন্দির প্রাঙ্গণে ভিড় জমান অগণিত সাধারণ মানুষ

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, মুর্শিদাবাদ: জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী প্রাচীন শিব মন্দির হল কান্দির রূপপুরের রুদ্রদেব মন্দির । এই মন্দিরে প্রতিবছরই শিবের গাজন উৎসব হয় । নানান প্রাচীন রীতি রেওয়াজ মেনে পূজা পাঠ অর্চনা করা হয়। গাজনে ভক্ত সন্ন্যাসীরা মন্দির প্রাঙ্গণে নাচের পাশাপাশি একাধিক কলাকৌশল দেখান । সবচেয়ে বড় আকর্ষণ এই গাজনে সন্ন্যাসীরা প্রতি বছরই মানুষের মাথার ‘খুলি’ নিয়ে বিশেষ নৃত্য প্রদর্শন করেন ।

প্রতিবছরই একটি নতুন মরা মানুষের মাথার খুলি নিয়ে আসা হয় । যাকে কাঁচা মরার মাথার ‘খুলি’ বলা হয় । মহাদেব বিগ্রহকে রূপপুরের রুদ্রদেব মন্দির থেকে পালকিতে করে হোম যজ্ঞ করার জন্য কানাময়ুরাক্ষী নদীর তীরে অবস্থিত কান্দির হোমতলায় নিয়ে যাওয়া হয় । সেখানে একরাত্রি থাকেন রুদ্রদেব । মহাদেবের সেখানে বিশেষ পূজা-পাঠ বলিদান এবং দাদুরঘাটা করা হয় ।

পরের দিন পুনরায় পালকিতে করে শহরের মধ্যে দিয়ে নিজের বাড়ি অর্থাৎ রূপপুরের রুদ্রদেব মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয়। প্রাচীন এই রীতি আজও কান্দি শহরে এক আবেগ এবং বিশ্বাস ঐতিহ্যের সঙ্গে বহন করে চলেছে ।

পাশাপাশি মরা মানুষের মাথার ‘খুলি’ নিয়ে নাচ দেখার জন্য আজ সকালে মন্দির প্রাঙ্গণে অগণিত সাধারণ মানুষের
ভিড় চোখে পড়ার মতো ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *