Press "Enter" to skip to content

এ বার খড়্গপুরে ভেঙে পড়ল কলাইকুন্ডা এয়ারবেসের যুদ্ধবিমান, চাঞ্চল্য এলাকায়

বিশেষ সংবাদদাতা, ঝাড়গ্রাম: মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ খড়্গপুর গ্রামীণের শুগনীবাসা এলাকার দিয়াসি গ্রামের ধান জমিতে ভেঙে পড়ল কলাইকুন্ডা ঘাঁটির প্রশিক্ষণরত একটি যুদ্ধবিমান। বিমানে থাকা দু’জন পাইলট প্যারাসুটের মাধ্যমে রক্ষা পেয়েছেন।

বিমান ভেঙে পড়ার বিকট আওয়াজে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা ধান জমিনে গিয়ে ভিড় জমায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কলাইকুন্ডা এয়ারফোর্সের সেনাবাহিনী ও পুলিশ। ঘটনাস্থল ব্যারিকেট করে ঘিরে দেওয়া হয়। পাইলটদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

এর আগে, গতকাল (সোমবার) দুধকুণ্ডি বিমান ঘাঁটিতে কলাইকুণ্ডা বায়ুসেনার মহড়া চলাকালীন লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমা পড়ে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পেঁচাবিঁধা ও ধোলাই গ্রামের মধ্যবর্তী ধান জমিতে। চাষের জমির প্রায় দুই একর জায়গার ধান নষ্ট হয়ে গিয়েছে বলে কৃষকদের অভিযোগ। জমিতে বড় পুকুরের মতো গর্ত তৈরি হয়। নষ্ট হয় জমিতে থাকা সাবমার্সিবলের কলের ঘর ভেঙে যায়। বোমার টুকরো গিয়ে ছিটকে পড়ে পেঁচাবিঁধা গ্রামে। বোমার টুকরো ছিটকে গ্রামের নিতাই মাইতির বাড়ির অ্যাসবেস্টার ভেঙে যায়। বোমার কম্পনের এই গ্রামের কয়েকটি মাটির বাড়ির ছাদের মাটি খসে পড়ে।

চামটিডাঙা গ্রামের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের হাই-টেনশন তার ছিঁড়ে পড়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের উপর। মুহুর্তের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় গোটা এলাকায়। আতঙ্কে গুপ্তমনি – কুলটিকরি যাওয়ার প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কয়েক ঘন্টা পরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

একের পর এক এই ধরনের ঘটনায় সাঁকরাইল ও কলাইকুন্ডা এলাকার এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: কলাইকুণ্ডা বায়ুসেনার মহড়া চলাকালীন লক্ষ্যভ্রষ্ট বোমা! লন্ডভন্ড অবস্থা ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ধান জমির

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *