উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সোমবার থেকে শুরু হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর প্রথম দিন জয়নগরের একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার সহ আরো অনেকে।
এদিন জয়নগর থানার পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল,পেন ও গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এদিন জয়নগর থানার পুলিশ ও জয়নগর সাব ট্রাফিকের পক্ষ থেকে রাস্তাকে যানজট মুক্ত রাখার চেষ্টা করা হয়।আর প্রতিটা পরীক্ষা কেন্দ্রের বাইরে জয়নগর থানার পুলিশ মোতায়েন ছিলো।





Be First to Comment