Press "Enter" to skip to content

জয়নগর থানার পুলিশের তৎপরতায় মিত্রগঞ্জ পুলের ওপর বেআইনি দোকান উচ্ছেদ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পুলিশের তৎপরতায় সরকারি জায়গা দখলমুক্ত হল খোদ জয়নগর টাউনে।

সোমবার সকাল থেকে জয়নগর মিত্রগঞ্জ পুলের ওপর খালি পড়ে থাকা জায়গা আচমকা দখল করে জয়নগরের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ির বাসিন্দা সিরাজ বাগানি নামে এক ব্যক্তি রীতিমতো প্লাস্টিক খাটিয়ে চায়ের দোকান করে বসে বিক্রিবাটা শুরু করে।আর এই পুলের ওপর দোকানে চা খেতে দাঁড়িয়ে পড়ে পথ চলতি মানুষজন। আর জনবহুল এই জায়গায় যেকোন সময় বিপদের সম্ভাবনা তৈরি হয়।আর এই খবর তৎক্ষনাৎ জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল ও জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদারের কাছে ও যায়।আর খবর পাওয়া মাত্র তড়িঘড়ি জয়নগর থানার আই সির নির্দেশে এস আই শুভংকর করণ ও তাঁর টিম ঘটনাস্থলে এসে ওই চা দোকান উচ্ছেদ করে দখল মুক্ত করে সরকারি জায়গা।

এই জায়গায় যাতে দ্বিতীয়বার কেউ দোকান না দেয় সেদিকে সাধারণ মানুষ যেন নজর রাখে ও সেরকম কিছু দেখলে যেন তৎক্ষনাৎ জয়নগর থানায় খবর দেয় বলে ও তারা জানালেন।এর পরেই পুলিশের বিশেষ টিম জয়নগর রথতলা থেকে রেলগেট পর্যন্ত দোকানদারদের রাস্তা দখল করে দোকানের জিনিস পত্র রাখা ও তুলে দেন।দোকানের বাইরে রাস্তা দখল করে যাতে কেউ কোনো জিনিসপত্র না রাখে তার নির্দেশ দেওয়া হয় এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

আগামী দিনেও জয়নগর থানা এলাকায় এরকম দখলমুক্ত অভিযান চলবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেল।আর রাস্তা দখলমুক্ত হওয়ায় খুশি এলাকার মানুষ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *