অমিত ওরফে রিন্টু চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেফতার। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, কাঁকসা: সোনা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে মুম্বই পুলিশ ও কাঁকসা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাঁকসার গোপালপুর থেকে অমিত ওরফে রিন্টু চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গেছে, ওই ধৃত ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুরে। কাঁকসার গোপালপুরে তাঁর শ্বশুরবাড়ি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ কাঁকসা থানার পুলিশ ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।
সেখান থেকে মুম্বাই পুলিশ তাকে ট্রানজিট রিমান্ড নিয়ে মুম্বই নিয়ে যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বছর কয়েক ধরে মুম্বইতে একটি সোনার দোকানে কাজ করতেন | সেখান থেকে গত ১৭ জানুয়ারি নিরুদ্দেশ হয়ে যান। এর পরেই ওই দোকানের মালিক গত মাসের ১৮ তারিখে মুম্বইয়ের লোক মান্য তিলক থানায় লিখিত অভিযোগ জানায়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মুম্বাই পুলিশ। এর পরেই পুলিশ ওই ব্যক্তির সন্ধান পায়। প্রায় ১৫০ গ্রাম সোনা চুরি হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
Be First to Comment