অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: লোকসভা নির্বাচনের আগে আবারও তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি । আজ, শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল ২০টি পরিবার।
পুরুলিয়া পুরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি ছেড়ে ২০টি পরিবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতো ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।
যোগদানকারীরা জানান, “বিজেপি একটা মিথ্যাবাদী দল, মানুষের উন্নয়ন কিছু করে না, শুধু নিজেদের কোথায় ভাবে। তাই আজ আমরা স্বেচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। “

অপরদিকে লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর শান্তিরাম মাহাতো বলেন, “মানুষ তাঁদের ভুল বুঝতে পেরেছে। তাই দলে দলে তৃণমূল কংগ্রেস দলে এসে যোগদান করছে। আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি। সকলের উন্নয়নের জন্য সকলে মিলে উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য আমাদের কোনো বাধা নেই। তাই মানুষ আর বিজেপিকে চাইছে না। “
বিজেপির দাবি, যারা বিজেপি বলছে তারা কখনো বিজেপি ছিল না, তারা তৃণমূলের এই কর্মী। তাই এই যোগদান তাদের কোন ক্ষতি করতে পারবে না।




Be First to Comment