শত্রুঘ্ন সিনহাকে এক হাত নিলেন জিতেন্দ্র তেওয়ারি। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপাড়ের ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপির এক দলীয় কর্মসূচিতে আগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে এক হাত নিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র, পাণ্ডবেশ্বর-এর প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপির রাজ্য নেতা জিতেন্দ্র তেওয়ারি।
তিনি বলেন, প্রত্যেকটি সভায় শোনা যায় না কি তিনি ( শত্রুঘ্ন) তাঁর দলের এক নেতা তথা মন্ত্রীকে ম্যাজিকম্যান বলেন যার দৌলতে তিনি জিতেছেন। কিন্তু এই বারের লোকসভা নির্বাচনে সাধারণ ভোটাররা ম্যাজিকম্যান হয়ে তাঁকে ভেনিস করে দেবে।
তিনি আরও বলেন, “আসানসোলে উৎসবের দিন তিনি ফুর্তি করতে এলেও মানুষের বিপদের দিনে তিনি কোনো দিন এলাকায় আসেননি। তাঁকে সারা বছর এলাকায় কোনো দিন দেখা যায় না | এমনকি আসানসোলে এসে তিনি কোথায় থাকেন তাও কেউ জানে না। এ বার ওই নেতাকে আর কেউ ভোট দেবে না, এ বার খালি হাতে ফিরতে হবে তাঁকে।”
Be First to Comment