Press "Enter" to skip to content

পুরুলিয়ার ঝালদায় শুরু হল মহকুমা আদালত

প্রবোধ দাস: পুরুলিয়ার ঝালদায় শুরু হলো ঝালদা মহকুমা আদালত বা সাব ডিভিজনাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট। আপাতত ঝালদা মহকুমা দফতরের একটি ঘরে শুরু হলো এই আদালতের বিচার ব্যবস্থা।

এখানে ভারতীয় সংবিধানের ১০৭, ১৩৩, ১৪৪, ১৪৫, ১৪৭ প্রভৃতি ধারার মামলা গুলোর বিচার হবে বলে দপ্তর সূত্রে জানা যায়। তবে এই ধারা গুলি কিছু পরিবর্তন হয়েছে বলে জানায় দফতর।

ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ অনুযায়ী ভারতীয় সংবিধানের ১৯৩ ধারাকে রুপান্তরিত করা হয়েছে ২২৯ ধারায়। একই ভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ অনুযায়ী ১০৭ধারাকে ১২৬ ধারাতে, ১৪৪ ধারাকে ১৬৩ ধারায়, ১৪৫ ধারাকে ১৬৪ ধারায় ১৪৭ ধারাকে ১৬৬ ধারায় ও ১৩৩ ধারাকে ১৫২ ধারায় রুপান্তরিত করা হয়েছে।

এছাড়াও হবে এফিডেভিট। এদিন প্রথম দিন ১২টি এফিডেভিট করা হয় ও একটি ১৪৪ ধারার মামলা রুজু হয়। এই আদালত শুরু হওয়াতে অনেকটাই উপকৃত হবে ঝালদা মহকুমার অন্তর্গত ঝালদা, কোটশীলা, জয়পুর ও বাঘমুন্ডি থানার বাসিন্দারা বলে মনে করছেন এলাকার মানুষ।

প্রসঙ্গত এর আগে ঝালদা মহকুমায় ছিল না কোনও আদালত। এলাকাবাসীর বিচার ব্যবস্থার জন্য ছুটতে হতো পুরুলিয়া জেলা আদালত। এবার সেই সমস্যা থেকে অনেকটাই রেহাই পেলো ঝালদা মহকুমা এলাকার মানুষজন। ঝালদা মহকুমা দপ্তরের একটি ঘরে শুরু হলো এই আদালতের বিচার ব্যবস্থা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *