জামুড়িয়া : গত জানুয়ারি মাসে আসানসোলের জামুড়িয়া থানার ডোবরানা ও কুনুস্তোরিয়া এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতে তালা ভেঙে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেইসব চুরির ঘটনার অভিযোগ জমা পড়েছিলো জামুড়িয়া থানায়।
গত ৭ জানুয়ারি কুনুস্তোরিয়া ও ২১ জানুয়ারি ডোবরানায় এই চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে নেমে জামুরিয়া থানার পুলিশ অন্ডাল থানার অন্তর্গত বহুলা এলাকা থেকে গত ১২ ফেব্রুয়ারি তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম হল সুনীল চিত্রকার, সঞ্জীব চিত্রকার, লাল চিত্রকার। পরের দিন তিনজনকে আসানসোল আদালতে পেশ করে হেফাজতে নিয়েছিল জামুড়িয়া থানার পুলিশ।
হেফাজতে নিয়ে ধৃতদেরকে জেরা করে চুরি যাওয়া ৪০ গ্রাম সোনা ও ১০০ গ্রাম রুপোর গয়না এবং বেশ কিছু কাঁসার বাসন উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ। জামুড়িয়া থানার পুলিশের এক আধিকারিক বলেন, এর আগেও ধৃতরা বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে।





Be First to Comment