অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : জামুরিয়ার বিধায়ক তথা ইসিএলের তৃণমূলের শ্রমিক সংগঠন দায়িত্ব প্রাপ্ত নেতা হরেরাম সিং আর্থিক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন, এই মর্মে চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল বিজেপি।
উল্লেখ্য, মঙ্গলবার কুলটি থানার অন্তর্গত ইসিএল-এর চিনাকুরি খনিতে ডুলি মেরামতের সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দুই ঠিকা শ্রমিকের । ঘটনার পর মৃতদের ক্ষতিপূরণের দাবিতে খনির সামনে বিক্ষোভ শুরু করে মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ধীরে ধীরে এই বিক্ষোভে শামিল হয় সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সদস্য ও নেতারা।
মঙ্গলবার ঘটনাস্থলে যান কুলটির বিধায়ক অজয় পোদ্দার।সেই বিক্ষোভ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গড়ায় । বুধবার অজয় পোদ্দার ছাড়াও বিক্ষোভ স্থলে আসেন সিপিআইএম নেতা বংশ গোপাল চৌধুরী, বাম প্রার্থী জাহানারা খান, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা এডিডিএ-র ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক হরে রাম সিং ।

ইসিএল কর্তৃপক্ষ মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরই বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভ স্থল থেকে বিধায়ক হরে রাম সিং ঘোষণা করেন, ইসিএল এর সাথে সাথে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মৃতের পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।এর পরই জামুরিয়ার বিধায়কের আর্থিক সহযোগিতার ঘোষণার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় বিজেপি।
পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, আর্থিক অনুদান ঘোষণা করে নির্বাচন বিধি ভেঙেছেন জামুড়িয়ার বিধায়ক। তিনি আরও বলেন, যেখানে ঘটনার দিন থেকে বিক্ষোভ ওঠা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার এবং কুলটির বিধায়কের নেতৃত্বে ইসিএল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে রাজি হয়। সেইখানে তৃণমূলের বিধায়ক ক্ষনিকের জন্য এসে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন।
যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাউকে আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেননি ।শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাহ সংস্কারের জন্য এক লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছেন যা নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যে পড়ে না।




Be First to Comment