জামুড়িয়া: জামুড়িয়া ব্লকের সিদ্ধপুর বাগডিহা এলাকায় এক বাড়িতে হটাৎ বিস্ফোরণ।লোকসভা নির্বাচনের আগে এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিস্ফোরণে উড়ে গেছে বাড়ির একাংশ। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তীর বক্তব্য, কাজল গরাই নামে এক বিজেপি নেতার বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল।মনে হয় রামনবমীর দিন অশান্তি এবং ষড়যন্ত্র করার পরিকল্পনা ছিল।ঘটনার সঠিক তদন্তের দাবির পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশন জানানো হয়েছে।
অপরদিকে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে লোকসভা নির্বাচনে তারা হারতে চলেছে, তাই তারা এলাকা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরী করতে চাইছে। যাতে ভোটারদের ভীত সন্ত্রস্ত বিভ্রান্ত করে রাখা যায়, এবং যাতে মানুষ কে ভয় দেখিয়ে ভোট লুট করা যায় ।

বাপ্পা চ্যাটার্জী আরো বলেন, বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া আসনসল্ফ ঢোকার পর তাঁদের ভয়ের সঞ্চার হতে শুরু করেছে ।এদিকে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। বাপ্পা চ্যাটার্জী আরও বলেন, তাঁদের প্রার্থী শত্রুঘ্ন সিনহা এখন লাপাত্তা, ইতিমধ্যে তাঁদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ছে ।এই অবস্থায় তারা সন্ত্রাসকে অবলম্বন করে ভোট ময়দানে থাকতে চাইছে । তিনি বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ।




Be First to Comment