Press "Enter" to skip to content

‘সবুজের পথে হাতছানি’, জলপাইগুড়ি থেকে লাভার উদ্দেশ্যে যাত্রা করল এনবিএসটিসি-র জলপাইগুড়ি ডিপোর বাস

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি: উত্তরে শুরু পর্যটন মরশুম। বাইরে থাকা আসা পর্যটকদের পাশাপাশি, স্থানীয় ভ্রমণ পিপাসুরা নজরে সরকারি সংস্থার। শনিবার শহরের ২০ জনের একটি দল নিয়ে লাভার উদ্দেশ্যে যাত্রা করল এনবিএসটিসি-র জলপাইগুড়ি ডিপোর বাস।

এ দিন থেকেই শুরু হল এ বছরের ‘সবুজের পথে হাতছানি’।তীব্র দাবদাহে অতিষ্ঠ শহরবাসী। মাসখানেক ধরে ‘পরিচিত’ বৃষ্টি নেই। আগে এমনটা হত না বলেই অভিমত সবার। স্বস্তি খুঁজতে সাময়িক আশ্রয় পাহাড়ে।

এ দিন শহরের এক প্রাতর্ভ্রমণকারী দলের একাংশ সদস্য-সদস্যা রওনা হন লাভার উদ্দেশ্যে। সকাল ৭টা নাগাদ ডিপো থেকে বাস ছাড়ে। শুধু লাভা-ই নয়, তাঁরা ঘুরে দেখবেন ডেলো -সহ একাধিক জায়গাও। রাত্রিবাস লাভায়। শহরে ফিরবেন রবিবার সন্ধ্যায়।

দলের তরফে শঙ্করী মজুমদার, মানস দাস -সহ অন্যরা জানান, “খুব কম খরচে এক রাত দু’দিনের এই ঘোরা। লাভা, ডেলো ঘোরার পাশাপাশি, ঠাণ্ডাও উপভোগ করা যাবে”।

ডিপো ইন-চার্জ দীপক রাহা বলেন, “ঘোরা, খাওয়া-সহ সব ধরে জনপ্রতি ২৫০০ টাকা ধার্য্য করা হয়েছে। গতবার ভাল সাড়া পেয়েছি। এ বারও আশা করছি এই প্যাকেজ ট্যুর সফল হবে।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *