আদিবাসী নৃত্যের সঙ্গে পায়ে পা মেলান অনেকেই। ছবি: প্রতিবেদক
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: আদিবাসীদের সার্বিক উন্নয়নে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলার হুড়া ব্লকেও আজ, মঙ্গলবার আদিবাসীদের জয় জোহার মেলা সমাপ্তি হল।
রাজ্য আদিবাসী কল্যাণ দফতরের উদ্যোগে ও হুড়া ব্লকের প্রশাসনের সহযোগিতায় হুড়া ব্লকের মাঠে আনুষ্ঠানিক ভাবে যে জয় জোহার মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সুরজমণি মান্ডি ও পঞ্চায়েত সমিতির সভাপতি দিপালী মাহাতো।
এ দিন আদিবাসীদের একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার ঐতিহ্য বাড়িয়ে তোলে। মেলায় আদিবাসী নৃত্যের সঙ্গে পায়ে পা মেলান জেলা পরিষদের সদস্যা ও পঞ্চায়েত সমিতির সদস্যা। পঞ্চায়েত সমিতির সদস্যা দিপালী মাহাতো বলেন, “আদিবাসীদের সংস্কৃতিকে বজায় রাখার লোকদের এই জয় জোহার মেলা শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সারা রাজ্যের সঙ্গে সঙ্গে হুড়া ব্লকে অনুষ্ঠিত হল এই জয় জোহার মেলা, যার সমাপ্তি হল আজ। ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই ধরনের মেলা করার জন্য।”
অন্য দিকে, জেলা পরিষদের সদস্যা সুরজমণি মান্ডি বলেন, “আমাদের আদিবাসীদের জন্য এই ধরনের মেলা আয়োজন করার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। তাই অনেক অনেক ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
Be First to Comment