Press "Enter" to skip to content

জমে উঠেছে জয়নগর ও বারুইপুরের জগদ্ধাত্রী পুজো

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: শারদ উৎসব, দীপাবলি উৎসবের পরে আরেক উৎসব জগদ্ধাত্রী পুজো। রীতিমতো লক্ষীকান্তপুরকে টেক্কা দিয়ে জগদ্ধাত্রী উৎসবে মাতল জয়নগর ও বারুইপুর। আর ইদানিং জয়নগর ও বারুইপুরের জগদ্ধাত্রী পুজোকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। অনেক পুজো মণ্ডপে পঞ্চমী ও ষষ্ঠীর রাতে উদ্বোধনও হয়ে গিয়েছে।

রাজ্য সড়ক অভিনব আলোক সজ্জায় ভরিয়ে দেওয়া হয়েছে। জয়নগরের সরবেড়িয়া সাহা পাড়া গ্রামবাসীদের পুজো এবার ২৫ বছরে পড়েছে। মায়ের সাবেকী রুপ তুলে ধরা হয়েছে মণ্ডপে। পুজো কে ঘিরে বেলিয়াচন্ডী থেকে সরবেড়িয়া পর্যন্ত রাস্তার দুধারে গেট করে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে।টি এস সনাতন স্কুল মাঠে এই উপলক্ষে মেলা বসে গিয়েছে।এই পুজো কমিটির সদস্য রাজদীপ সাহা বলেন,চিরাচরিত প্রথা মেনে মায়ের এই পুজো করা হয়।বর্তমানে এখানে মায়ের মন্দির ও প্রতিষ্ঠা করা হয়েছে।এবারে এই পুজোর উদ্বোধন করেছেন বেলুড় মঠের মহারাজ স্বামী নিষ্ঠানন্দজী মহারাজ,বিধায়ক বিভাস সরদার সহ আরো অনেকে। অন্যদিকে, সরবেড়িয়া বাজারের গ্রামবাসী বৃন্দের পুজো এবছর ২১ বছরে পড়েছে। মায়ের মাতৃরুপ তুলে ধরা হয়েছে মণ্ডপে। পাশাপাশি, রাস্তা জুড়ে আলোকসজ্জা এদের আলাদা আকর্ষণ। একেবারে রাস্তার দু’ধারে দোকানপাট বসে এলাকা জমজমাট হয়ে গিয়েছে।

পুজো কমিটির সদস্য সুমন্ত সাহা বলেন,ষষ্ঠীর রাতে বিধায়ক বিভাস সরদার এই পুজোর উদ্বোধন করেন।আমাদের এই পুজোতে নবমীর দিন নরনারায়ন সেবার ব্যবস্থাও করা হয়েছে।আবার জয়নগর মজিলপুর পুরবাসীদের উদ্যোগে পৌরসভার সামনে চতুর্থ বর্ষের জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয় রাতে এদিন এই পুজোর উদ্বোধন করেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন, বারুইপুর এস ডি পি ও অতীশ বিশ্বাস সহ আরো অনেকে।

জয়নগর মজিলপুর পুরসভার তিলি পাড়ায় ৭ ও ১৪-র পল্লীবাসীদের উদ্যোগে এবার ৫২ বছরের জগদ্ধাত্রী পুজো সাবেকিয়ানার ছোঁয়ায় । এই পুজোকে ঘিরে এলাকার মানুষজনের উৎসাহ তুঙ্গে। পুজো কমিটির সম্পাদক তথা স্থানীয় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার চিন্ময় দে বলেন, ‘১৯৭৩ সালে এই পুজো প্রথম শুরু হয়। জয়নগরের প্রাচীন পুজো বলে পরিচিত এই পুজো। মায়ের মূর্তি অপরুপ। শনিবার বাউল গান অনুষ্ঠিত হবে,তাছাড়া আমার ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা দোব আমার পক্ষ থেকে’।

মজিলপুর দওবাজার ফুলবাগানের পুজোও জমজমাট। বারুইপুরের চম্পাহাটি ঘোষপুর শক্তি সঙ্ঘের পুজো ৪৬ বছরে পা দিয়েছে। পুজো কমিটির এক কর্তা নিলয় কর বলেন, এবারের থিম ফিরে দেখা। আমাদের ক্লাবের ৪৫ বছরের বিভিন্ন কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে।

অন্যদিকে, চম্পাহাটি প্রভাতীর পুজো ৫০ বছরে পড়েছে। সাবেকিয়ানা থেকে মূল বিষয় করে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।সব মিলিয়ে মেতে উঠেছে বাঙালি জগদ্ধাত্রী পুজোতে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *