Press "Enter" to skip to content

আইএসপি-র সিএসআরে বার্নপুরে কমিউনিটি টয়লেটের উদ্বোধন

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: বার্নপুরের সেল আইএসপি বা ইস্কো স্টিল প্ল্যান্টের সিএসআর বা কর্পোরেট সোশাল রেসপনসেবলিটি প্রজেক্টে বার্নপুরের ত্রিবেণী মোড় গ্রাউন্ডে তৈরি করা হয়েছে কমিউনিটি টয়লেট।

সোমবার এক অনুষ্ঠানে সেই কমিউনিটি টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএসপির জেনারেল ম্যানেজার ইনচার্জ (পুর পরিষেবা এবং সিএসআর) বিনোদ কুমার। ছিলেন বিনীত রাওয়াল, সিজিএম (মেকানিক্যাল) কো-চেয়ারম্যান সিএসআর সাবকমিটি (স্বাস্থ্য, পানীয় জল, স্যানিটেশন)। এনজিও সুলভ ইন্টারন্যাশনাল সোশাল সার্ভিস অর্গানাইজেশনের সহায়তায় এই কমিউনিটি টয়লেট চালানো হবে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিনোদ কুমার বলেন, বহু যুগ ধরে বার্নপুরের ত্রিবেণী মোড মাঠে সামাজিক, খেলাধুলা ও শিক্ষা সংক্রান্ত অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটি টয়লেটের না থাকার কারণে এখানে নারীদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই বিষয়টি মাথায় রেখে সেল আইএসপির সিএসআরের অধীনে একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিনীত রাওয়াল আশা প্রকাশ করেন যে সিএসআরের এই ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রচেষ্টাটি বার্নপুরের ত্রিবেণী মোড গ্রাউন্ডে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী হাজার হাজার নারী ও শিশুদের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা রক্ষায় একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।

দীনেশ কুমার, সিনিয়র ম্যানেজার (সিএসআর) বলেন, সিএসআর দপ্তর এনজিও সুলভ ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের গ্রামবাসীদের জন্য হাড়মাডি , ধেমোমেন, ধেনুয়া এবং বার্নপুর ডেইলি মার্কেটে এই ধরনের আরও চারটি টয়লেট নির্মাণ করছে। যা ২০২৫ এর ৩১ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিনের এই অনুষ্ঠানে আইএসপি আধিকারিক রাকেশ রোশন, এজিএম (মিউনিসিপাল সার্ভিসেস), সুমিত মিশ্র, এজিএম (ল্যান্ড অ্যান্ড রেভিনিউ), পবন কুমার সিং, এজিএম (টিএস-সিএসআর), সঞ্জয় কুমার, অনিরুদ্ধ গুহ ছিলেন। এছাড়াও সুলভ ইন্টারন্যাশনাল সোশাল সার্ভিস অর্গানাইজেশনের ধনঞ্জয় ঘোষ, ললিতেশ্বর ঝাঁ এবং আশেপাশের এলাকার শিশু ও মহিলাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *