বার্নপুর: বুধবার সকালে বার্ণপুর সিনেমা হলের পেছনে ইস্কোর জবরদখল কোয়ার্টার খালি করতে গিয়ে স্থানীয় জবরদখলকারী বিকাশ ঠাকুরের হাতে প্রহৃত হন ইস্কোর ইডি পদমর্যাদার আধিকারিক।
ইস্কোর বেসরকারি সুরক্ষা কর্মী জানান, বার্নপুর সিনেমা হলের পেছনে কোয়ার্টার খালি করার সময় গণেশ ঠাকুর নামে এক ব্যাক্তি ইট দিয়ে আঘাত করে । এরপর আহত আধিকারিককে নিয়ে হাসপাতালে যাওয়া হয়।

অভিযোগ, গণেশ ঠাকুর এখানে সব খালি কোয়ার্টার জোর করে দখল করে নেয়। স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র জানান, ইস্কো কয়েক মাস আগে তার কাছে জবরদখল কোয়ার্টার খালি করতে সহায়তার আবেদন করেছিল।

তিনি তাদের জানিয়েছিলেন ইস্কোর কিছু অসাধু আধিকারিকদের সহায়তায় কোয়ার্টর দখল হচ্ছে তাদের উচিত সেই সব আধিকারিকদের দায়িত্ব নিয়ে কোয়াটার খালি করা।




Be First to Comment