অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : শহরে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলের বিদায়ী সাংসদ তথা এ বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা স্থানীয় ইসমাইল এলাকায় একটি ইফতারে অংশ নিলেন ।
সেখানে আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান ডা. দেবাশিস সরকার এবং কাউন্সিলর মহম্মদ হাসরাতুল্লাহ-সহ এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। সবার সঙ্গে ইফতার করেন শত্রুঘ্ন সিনহা।
তাঁকে জিজ্ঞাসা করা হয় যে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।
তাহলে শত্রুঘ্ন সিনহাকে কি বিজেপি ভয় পাচ্ছে? তার উত্তরে তখন তিনি বলেন, “এখানে এমন কিছু বলতে চাই না। যা বলার, তা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।”

তবে তিনি আরও বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে দলের প্রার্থী দেওয়া প্রয়োজন। তবে এখানকার জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ কর বলা হচ্ছে শত্রুঘ্ন সিনহা আসানসোলে থাকেন না। এই প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেন, “সারা দেশে প্রথম প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল, কারণ তিনি আসানসোলের মানুষের জন্য সেবা করতে চেয়েছিলেন। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁর প্রচেষ্টা দেখেছিলেন। তাই সারা দেশে প্রথম লোকসভা প্রার্থী হিসাবে আসানসোল থেকে তাঁর নাম ঘোষণা করা হয়।”
তিনি বলেন, “এমন কোনো উৎসব বা উপলক্ষ নেই যখন আমি আসানসোলে আসি না। প্রতি মাসে দু-তিনবার আমি লোকসভা কেন্দ্রে আসি।”
তিনি বলেন, “এটা আমার সৌভাগ্য, রাজ্য তথা দেশে প্রথম লোকসভার প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করা হয়েছিল। সম্ভবত আমরা সততা ও সত্যের সাথে কাজ করার যে চেষ্টা করেছি। আমি আমার সবটুকু দিয়েছি ও তার ফলও পেয়েছি।”
ভোটের ফলাফল নিয়ে তাঁর মন্তব্য, “উপনির্বাচনে আমরা যে রেকর্ড করেছি, তার পুনরাবৃত্তির করে সেই রেকর্ড ভাঙার চেষ্টা করব।”




Be First to Comment