আসানসোল :গাড়িতে ভুয়ো নম্বর প্লেট ও ভুয়ো ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোম্পানির মাল লোপাট করার গ্যাংয়ের হদিস পেল আসানসোল দুর্গাপুর পুলিশ।
এদিন এডিপিসির সেন্ট্রাল জোনের ডেপুটি কমিশনার আইপিএস ধ্রুব দাস জানিয়েছেন, আসানসোল নর্থের শ্যামজি রোডস্ ট্রান্সপোর্ট অনলাইনে একটি গাড়ি বুক করে। গাড়িটি বাঁকুড়ার দুর্লভপুর রামদূত রোলার প্রা: লি: তে মাল লোড করার কথা ছিল। সেই মত গাড়িটি এলে কর্তৃপক্ষের গাড়িটির নাম্বার ও চালকের লাইসেন্স দেখে সন্দেহ হয়।
বিষয়টি সংস্থার পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় জানানো হলে পুলিশ গাড়িটিকে চিহ্নিত করে এবং চালককে প্রথমে নিজেদের হেফাজতে নেয়। এরপর তদন্তের মাধ্যমে ওই গ্রুপের আরো তিনজনের সন্ধান পায় পুলিশ। যারা সকলেই বিহারের বাসিন্দা বলে জানা যায় ।

এই গ্রুপের নামে ইতিপূর্বে জেলার বিভিন্ন থানায় কোম্পানির মাল লোপাটের অভিযোগ রয়েছে। সেগুলিও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের এদিন আসানসোল আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।



Be First to Comment