Press "Enter" to skip to content

আন্তর্জাতিক নারী দিবস: আসানসোল পূর্ব রেল হাইস্কুল ও মিক্স প্রাইমারি স্কুলের উদ্যোগে আসানসোল স্টেশনে ‘ফ্ল্যাশ মব প্রোগ্রাম’

আসানসোল স্টেশনে ‘ ফ্ল্যাশ মব’। নিজস্ব ছবি

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : শুক্রবার (৮ মার্চ) সারা বিশ্ব জুড়ে উদযাপিত হতে চলেছে আন্তর্জাতিক নারী দিবস। আর এই বিশেষ দিনটি উদযাপনের জন্য বৃহস্পতিবার পূর্ব রেলওয়ের পক্ষ থেকে আসানসোল স্টেশনের মূল বিল্ডিংয়ের সামনে আয়োজন করা হয় “ফ্ল্যাশ মব প্রোগ্রাম “।

এই অনুষ্ঠানে আসানসোল পূর্ব রেল হাইস্কুল ও মিক্স প্রাইমারি স্কুলের পড়ুয়ারা লাইভ অনুষ্ঠানে গানের সঙ্গে নৃত্য প্রদর্শন করে। এই নৃত্যানুষ্ঠানে কোরিওগ্রাফার ছিলেন শিল্পাঞ্চলের বিশিষ্ট নৃত্যশিল্পী ও হাইস্কুলের নৃত্য শিক্ষিকা শ্রেয়শ্রী মুখোপাধ্যায়।

আসানসোল স্টেশনের এই অনুষ্ঠানে যোগ দেন আসানসোল ডিভিশনের সিনিয়র ডিপিও বুবলি যাদব ও এপিও (২) স্বপ্নিল বন্দোপাধ্যায়।

এই বিষয়ে প্রধান শিক্ষিকা তাপসী মজুমদার, তনুপ্রিয়া সেনগুপ্ত ও সুদেষ্ণা ঘাঁটি বলেন, “ইন্টারন্যাশনাল উইমেন্স ডে” বা “আন্তর্জাতিক নারী দিবস ” উপলক্ষে পূর্ব রেলের উদ্যোগে স্কুলের তরফ থেকে উদযাপন করা হল। বার্ষিক পরীক্ষা থাকা সত্বেও অনেক পড়ুয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, যা প্রশংসনীয়।

এই অনুষ্ঠানের কোরিওগ্রাফার হাইস্কুলের নৃত্য শিক্ষিকা শ্রেয়শ্রী মুখোপাধ্যায় বলেন, আসানসোল ডিআরএম অফিসের নির্দেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । এর কারণ হল মহিলারা আজকের দিনে পুরুষদের সমকক্ষ এই বার্তাটা সহজে না দিতে পারলেও “ফ্ল্যাশ মব”- র মাধ্যমে নতুনত্ব কিছু করে সবার নজরে আনা। আসানসোল স্টেশনে সব মানুষ বহু দূরদূরান্ত থেকে আসেন। তাই এই জায়গাটি ভালো বলে মনে হয়েছে। সেই কারণে এখানে এর আয়োজন করা হয়েছে। বার্ষিক পরীক্ষা চললেও, প্রাইমারি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী ও হাই স্কুলের অষ্টম ও ও নবম শ্রেণীর পড়ুয়ারা অংশ গ্রহণ করে।

এদিনের এই ‘ ফ্ল্যাশ মব’ দেখতে স্টেশনে আসা মানুষের ভিড় জমে যায়। অনেককেই মোবাইলের নৃত্য অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতে দেখা যায়।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *