আসানসোল : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার আসানসোল পুরনিগমের তরফে পুর ভবনের আশুতোষ হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পুর কর্মচারী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ১৯৫২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার সরকারি স্বীকৃতির দাবিতে আন্দোলনরত ব্যক্তিদের বিরুদ্ধে পাকিস্তান সরকার আক্রমণ করেছিল। যাতে বহু মানুষ শহীদ হন। তাদের স্মরণে এবং সেই আন্দোলনকে সম্মান জানাতে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

তিনি আরো বলেন, বাংলা এমন একটি ভাষা যার জন্য একটি আন্দোলন পরিচালিত হয়েছিল। বাংলা ভাষার উপর ভিত্তি করে একটি দেশ গঠিত হয়েছিল। সেই বাংলা বিশ্বের অন্যতম বিখ্যাত এবং সমৃদ্ধ ভাষা। কোটি কোটি মানুষ বাংলা ভাষা ব্যবহার করে।
অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, বাংলা ভাষার প্রচারের জন্য, বাংলাভাষী মানুষদের আরও সচেষ্ট হতে হবে।




Be First to Comment