আসানসোল : ইনার হুইল ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে আসানসোল সার্কেলের নরসুমোদা ফ্রি প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল স্কুল ব্যাগ। ৭১ জন ছাত্র ছাত্রীদেরকে এই স্কুল ব্যাগ দেওয়া হয়।
এছাড়াও স্কুলকে দেওয়া হয় প্রত্যেক ক্লাসের জন্য ডাস্টবিন, একটি ওয়াটার ফিল্টার ও ছাত্র-ছাত্রীদের খেলার সামগ্রী। এই উপলক্ষে স্কুলে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে ফি’তে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তার সাথে ইনার হুইল ক্লাব অফ আসানসোল গ্রেটারের তরফ থেকে এই স্কুলকে ইনার হুইল হ্যাপি স্কুল নামে ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট সুকন্যা চট্টোপাধ্যায়, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অনিন্দিতা দে, সি এল সি সি শিখা হাজরা, স্কুলের প্রধান শিক্ষক কিরিটি ভূষণ মাঝি সহ অন্যরা।
Be First to Comment