Press "Enter" to skip to content

জয়নগর থানার পুলিশের উপর অতর্কিত আক্রমণের ঘটনায় দুদিনে সাত জন গ্রেফতার, চলছে তল্লাশি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : পুলিশের ওপর আক্রমণের ঘটনায় গত দু’দিনে গ্রেফতার সাতজন।

জয়নগর থানার রাজাপুর করাবেগ স্কুল মাঠে চারদিনের গোষ্ঠের মেলা শুরু হয়েছে গত মঙ্গলবার। আর প্রথম দিন রাতে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মহিষমারি ক্যাম্পের পুলিশ।আর রাতের অন্ধকারে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় মদ্যপ অবস্থায় থাকা একদল মানুষ। আর তাদের আক্রমণে জখম হন মহিষমারি পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত পুলিশ এএসআই শানু মণ্ডল- সহ ৫ জন সিভিক ভলেন্টিয়ার, ১ জন ভিলেজ পুলিশ ও ১ জন কনস্টেবল

এরপরে পাশের ঢোষা পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত পুলিশ এসআই শান্তুনু বিশ্বাসের নেতৃত্ব পুলিশ বাহিনী গিয়ে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন হরিচাঁদ নস্কর,দীপংকর নস্কর, দিলীপ সরদার ও কপিল দেব সরদার।

ধৃতদেরকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুধবার রাতে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আর ও তিনজনকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা আছে। ধৃতরা হলেন ভোলানাথ সরদার, বাড়ি জয়নগর থানার চড়াঘাটা এলাকায়,দেবপ্রসাদ নাইয়া, বাড়ি জয়নগর থানার করাবেগ এলাকায় এবং মন্দিরা মণ্ডল, বাড়ি কুলতলি থানার জামতলা এলাকায়।

কেন তাঁরা এলাকায় গন্ডগোল করেছিলেন, আর কেন ই বা কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলেন, তার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। আর এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত তিনজনকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *