প্রবোধ দাস, পুরুলিয়া: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা ভারতবর্ষে প্রায় ৮৫ হাজার কোটি টাকার বিভিন্ন পরিষেবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিলান্যাস ও উদ্বোধন করেন। আদ্রা মণ্ডলের চারটি রেল স্টেশনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদ্রা মণ্ডলের যে চারটি রেল স্টেশনে এই অনুষ্ঠান হয়, সেগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও বোকারো। এ অনুষ্ঠানগুলিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: সুভাষ সরকার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বোকারোর বিধায়ক বিরিঞ্চি নারায়ণ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়, আদ্রা ডিআরএম সুমিত নারুলা-সহ রেল আধিকার খগেন্দ্রনাথ ঘোষ।
এ ছাড়াও অতিরিক্ত দেশের মধ্যে দশটি নতুন বন্ধে ভারত ট্রেন, এবং এক স্টেশন এক উৎপাদক যোজনার অন্তর্গত ছাড়া ভারতের বিভিন্ন স্টেশনে ওএসওপি স্টল আর ওএসওপি টলির উদ্বোধন করেন। প্রায় ৪৯ লক্ষ টাকা ব্যয়ের এগুলি খরচ করা হয়। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা, বাঁকুড়া, পুরুলিয়া, বার্নপুর, স্টেশন-সহ বিভিন্ন রেল স্টেশনে পরিষেবাগুলি দেওয়া হয়েছে।
Be First to Comment