নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ করল পুরুলিয়া জেলা পরিষদ। রবিবার পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের হদলদা-উপরড়া অঞ্চলে তিনটি পুকুর খনন কাজের শুভ উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের দলনেতা তথা কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া।
পুরুলিয়া জেলা পরিষদের ফিফটিন ফিন্যান্সের ৪০ লক্ষ টাকা করে অর্থ বরাদ্দে কেলাদা এবং মিহি সংসদ এলাকায় দুটি পুকুর খনন কাজের এ দিন আনুষ্ঠানিক ভাবে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক।
পুরুলিয়া জেলা পরিষদের দলনেতা তথা কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া এ দিন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাবে এলাকাবাসীর পাশে দাঁড়াচ্ছেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মাথায় রেখে হদলদা-উপরড়া অঞ্চলে তিনটি পুকুর খনন কাজের শুভ উদ্বোধন করা হল। এই পুকুরগুলো হাওয়ার ফলে এলাকার মানুষের জলের সমস্যা অনেকটাই মিটবে।
Be First to Comment