দেওঘর-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: ” বিকশিত রেল, বিকশিত ভারত ২০৪৭ ” স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদ থেকে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ০৩৫০৯ দেওঘর-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। একইসঙ্গে দেওঘর-দুমকা সেকশনে মোহনপুর-হাঁসডিহা নতুন রেললাইন দেশকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে এ দিন মোহনপুর স্টেশনে রেলের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেওঘর-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনটি ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও আসামের জনগণের জন্য রেল মন্ত্রকের একটি উপহার বলে জানানো হয়েছে। এই ট্রেন পরিষেবা এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও ভারতের পূর্ব এবং উত্তর-পূর্ব অংশে রেল যোগাযোগকে আরও বাড়িয়ে তুলবে রেলের তরফে দাবি করা হয়েছে।

অন্যদিকে, মোহনপুর-হাঁসডিহা নতুন রেললাইন ঝাড়খণ্ড রাজ্যের দুটি জেলা, দেওঘর এবং দুমকায় পরিষেবা দেবে। এই প্রকল্পের সাথে যুক্ত স্টেশনের সংখ্যা ৫ টি। (১) মোহনপুর।দেওঘর-দুমকা সেকশনে মোহনপুরের হল্ট স্টেশনটিকে একটি জংশন স্টেশনে রূপান্তরিত করা হয়েছে, (২) খরায়াডিহি , (৩) হারলাটান্ড, (৪) কাকানি ও (৫) হাঁসডিহা। মান্দারহিল-রামপুরহাট সেকশনে এটি একটি ক্রসিং স্টেশন।
নতুন মোহনপুর-হাঁসডিহা রেললাইনটি ওইসব এলাকার জনসাধারণের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করবে। যেমন উন্নত পরিবহন, সংযোগ এবং বাজার এবং বিভিন্ন পরিষেবাগুলিতে মানুষের আরও ভালো ভাবে পৌঁছাবে। এর ফলে এলাকার অর্থনৈতিক বৃদ্ধি, কাজের সুযোগ এবং সার্বিক উন্নয়ন হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ নিশিকান্ত দুবে, বিধায়ক নারায়ণ দাস ও আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম চেতনা নন্দ সিং। অন্যদের সঙ্গে রেলের আধিকারিকরা ভিডিও কনফারেন্সে গোটা অনুষ্ঠানেটি দেখেন। সাংসদ নিশিকান্ত দুবে ও অন্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।




Be First to Comment