কল্যানেশ্বরী: আসানসোল শহরের অদূরে কল্যানেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় একটি অতিথি নিবাস তৈরি করলো আসানসোল পুরনিগম। সেই নবনির্মিত ” মা কল্যানেশ্বরী অতিথি নিবাস ” র সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো। প্রথমে ফলক উন্মোচন করে ও পরে ফিতে কেটে এই অতিথি নিবাসের উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য মেয়র পারিষদ, কাউন্সিলার ও পুর আধিকারিকরা। এদিন, এই অতিথি নিবাসে নতুন বছর ২০২৫ সালের জানুয়ারি মাসের আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলারদের মাসিক বোর্ড বৈঠক হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তবে এদিনের অনুষ্ঠান ও বোর্ড বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় ও আরো এক ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক উপস্থিত ছিলেন না। এদিনের বৈঠকে আসানসোল পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। যার মধ্যে অন্যতম ছিলো পানীয়জল।
এই প্রসঙ্গে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, এখানে কল্যাণেশ্বরী মন্দির থাকায় বহুদূর দুরান্ত থেকে পর্যটক ঘুরতে আসেন তাছাড়া সামনেই রয়েছে মাইথন জলাধার। তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও অনেকে এখানে আসেন।
তাঁরা আরো বলেন, এই জমিটি দীর্ঘদিন ধরে খালি পড়েছিল। তাই আসানসোল পুরনিগমের পক্ষ থেকে সেখানে পিপিপি মডেলের একটি অতিথি নিবাস তৈরী করা হয়েছে। যা এখানে আসা পর্যটকদের পাশাপাশি এলাকার মানুষদেরও অনেক কাজে লাগবে। যেমন সাধারণ মানুষের বিয়ে বাড়ি বা যেকোন অনুষ্ঠানে এই অতিথি নিবাস কম খরচে পেয়ে যাবেন। আসানসোল পুরনিগমের জমিতে এই অতিথি নিবাসটি স্থানীয় ব্যবসায়ী রামচন্দ্র সাউ তৈরি করেছে। আসানসোল পুরনিগমের সঙ্গে তার সঙ্গে ৪০ বছরের লিজের চুক্তি হয়েছে।

পুর চেয়ারম্যান বলেন, এদিন নতুন এই অতিথি নিবাসে পুর কাউন্সিলারদের মাসিক বোর্ড বৈঠক হয়েছে। বৈঠকে পুর কাউন্সিলারদেরকে বেশকিছু বিষয়ে অবহিত করা হয়েছে। বিশেষ করে পানীয়জল নিয়ে বলা হয়েছে। মাইথনের জলছাড়া নিয়ে একটা সমস্যা হচ্ছে। তা জানানো হয়েছে।




Be First to Comment