প্রবোধ দাস, পুরুলিয়া: জেলার হুড়া ব্লক এলাকার প্রত্যন্ত সংখ্যালঘু অধ্যুষিত গ্রামাঞ্চলের শিশু ও মায়েদের পুষ্টি যোগানের পাশাপাশি শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষাদানে সাবলীল করে তুলতে এবার নতুন ৩টি আইসিডিএস সেন্টারের শুভ উদ্বোধন হলো হুড়া ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত ৩টি গ্রামে।
৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে হুড়া ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত টাঙ্গীনোয়াদা, কালিয়াবাসা ও মাগুড়িয়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে ৩ টি আইসিডিএস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে যে আইসিডিএস সেন্টারগুলোর উদ্বোধন করেন হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম ও হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দিপালী মাহাতো। সঙ্গে উপস্থিত ছিলেন হুড়া ব্লকের সিডিপিও বিনীতা চ্যাটার্জি সহ হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো, হুড়া ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ বিশ্বাস ও হুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অরুন কুমার পতি সহ স্থানীয় গ্রামপঞ্চায়েতের প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
জানা যায়, হুড়া ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত টাঙ্গীনোয়াদা, কালিয়াবাসা ও মাগুড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে কোনও আইসিডিএস সেন্টার না থাকার কারণে সমস্যায় পড়তে হতো গ্রামের শিশু ও মায়েদের। প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হতে হতো গ্রামের শিশুদের। যে সমস্যার কথা হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলামের কাছে পৌঁছাতেই তার ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য সরকারের আইএমডিপি প্রজেক্ট থেকে প্রায় ১৩ লক্ষ টাকা করে অর্থ বরাদ্দে টাঙ্গীনোয়াদা, কালিয়াবাসা ও মাগুড়িয়া গ্রামে যে তিনটি আইসিডিএস সেন্টার তৈরি করা হয়।

আইসিডিএস সেন্টারগুলো উদ্বোধন করে হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম এদিন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। এলাকার শিশু ও মায়ের জন্য এই আইসিডিএস সেন্টারগুলো তৈরি হওয়ায় খুব ভালো লাগছে। এই আইসিডিএস সেন্টার থেকে গ্রামের শিশু ও মায়েদের একদিকে যেমন পুষ্টি যোগান হবে তেমনি অন্যদিকে শিশুরা প্রাক-প্রাথমিক শিক্ষাদানেও সাবলীন হয়ে উঠবে।




Be First to Comment