প্রবোধ দাস, পুরুলিয়া: জমি দেওয়ার নামে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারয়ের বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে তিনি হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ। ঘটনাটি স্থানীয় থানায় জানিও কোন সূরাহা না হওয়ায় এবার জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানালেন অভিযোগকারী।
ঘটনা পুরুলিয়ার মানবাজার-২ ব্লকের আঁকরো গ্রামের। জানা যায় প্রায় তিন বছর আগে জমি কেনার জন্য আঁকরো গ্রামের বাসিন্দা মন্টু মাহাতো ওই গ্রামের সমীর মন্ডল নামের এক সিভিক ভলান্টিয়ারকে আগাম ২ লক্ষ টাকা দেন।
অভিযোগ প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চললে জমি না দেওয়াই টাকা ফেরত চান মন্টু, টাকা ফেরত না দিয়ে বরং তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।জানা যায় ঘটনাটি নিয়ে গ্রামের সাধারণ মানুষ ও স্থানীয় থানায় একাধিকবার আলোচনা হলেও এখনো টাকা পাননি মন্টুবাবু। তাই তিনি অবশেষে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে বিষয়টি জানালেন।





Be First to Comment