উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : নামেই মডেল বুথ, কিন্তু নেই কোনো রকম পরিষেবা। এমনই অবাক চিত্র ধরা পড়লো জয়নগর লোকসভার অধীন জয়নগর বিধানসভার নিমপীঠ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ ও ২৩৩ নম্বর বুথে।
বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য রাখা হুইল চেয়ার পড়ে রয়েছে জঙ্গলে। নেই পর্যাপ্ত পাখা-আলোর ব্যবস্থা। বয়স্কদের বসার জন্য সেভাবে কোনও পরিষেবাই নেই, এমনই একরাশ অভিযোগ এই দুই বুথে ভোট দিতে আসা ভোটারদের ।নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল মডেল বুথের জন্য। ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য মডেল বুথ তৈরি করা হয় বিভিন্ন লোকসভার ভোটগ্রহণ কেন্দ্রে। তবে জয়নগর লোকসভার ২৩২ ও ২৩৩ নম্বর মডেল বুথ নামেই শুধুমাত্র মডেল বুথ। এই বুথের মধ্যে থাকা বিশেষ পরিষেবাগুলি পাইনি ভোটাররা।
মডেল বুথে রাখা হয়েছিল দুটি হুইল চেয়ার। কিন্তু সেই হুইল চেয়ার কাজে লাগার বদলে পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে। বিভিন্ন মডেল বুথে সোফা, চেয়ার টেবিলও রাখা হয়েছে এমন চিত্র ধরা পড়েছিল বারবার সংবাদ মাধ্যমে। কিন্তু এই দুই বুথে সেইসবের কোনও বালাই নেই। বরং ভোটাররা বেশ সমস্যার মধ্যেই ভোট দিলেন।

এই বিষয়ে স্থানীয় এক ভোটার আশীষ কুমার রায় জানান, মডেল বুথ বলে আলাদাভাবে কিছু বোঝা যাচ্ছে না। বাকি আর চার-পাঁচটা বুথে যেমনভাবে ভোটগ্রহণ হয়, ঠিক সেভাবেই এখানে ভোট হয়েছে। মডেল বুথে যে সমস্ত পরিষেবা থাকার কথা তার কিছুই নেই এখানে।
ওই ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন এক বৃদ্ধা। পায়ের ব্যথার জন্য হাঁটতে কষ্ট হয়। হুইল চেয়ার পড়ে রয়েছে জঙ্গলের ধারে। কোনক্রমে হেঁটে হেঁটে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে ভোট দিয়ে বেরিয়ে নিজের দুঃখের কথা জানালেন ওই মহিলা।
নির্বাচন কমিশনের মডেল বুথ তৈরি হয়েছে বিভিন্ন লোকসভার বিশেষ জায়গাগুলিতে। মডেল বুথ সাধারণত ভোটারদের উৎসাহিত করার জন্য নানাবিধ শিল্প সংস্কৃতি দিয়ে সাজিয়ে তোলার কথা। কিন্তু জয়নগর লোকসভার এই মডেল বুথ যেন সবার ব্যতিক্রম। নামেই শুধু মডেল বুথ কাজে কোন কিছু নেই।তবে এ ব্যাপারে জয়নগর বিধানসভার নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা কোনো মন্তব্য করতে চায়নি।



Be First to Comment