হিরাপুর : প্রত্যেক বছরের মতো এই বছর আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল আদিবাসী গ্রামের বাসিন্দাদের গণভাইফোঁটা দিয়ে তাদের মিষ্টিমুখ করানোর পর আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে নাচলেন।
অগ্নিমিত্র পাল জানান, তিনি প্রত্যেক বছর এই গ্রামের দাদা-ভাইদের ভাইফোঁটা দিতে আসেন।
তিনি জানান, আদিবাসী গ্রামের বাসিন্দাদের মাটির ঘর সুন্দর কারুকার্য করে সাজানো এবং এদের আন্তরিকতা ও ব্যাবহার তাকে অভিভূত করে। সেইজন্যই এই আকর্ষণে প্রত্যেক বছর তিনি আসেন।
গ্রামের মহিলা বাসিন্দারা অগ্নিমিত্র পালের গ্রামে আসাতে খুব খুশী। তাদের বক্তব্য, অগ্নিমিত্র পাল গ্রাম এসে ভাইফোঁটার এক আলাদা আনন্দ উপভোগ করার সুযোগ করে দেন প্রতিবছর ।
Be First to Comment