Press "Enter" to skip to content

আসানসোলে শহিদ ভগৎ সিংয়ের প্রয়াণ দিবসে অনুষ্ঠান পুরনিগম-সহ বিভিন্ন সংগঠনের, মাল্যদান মন্ত্রী ও মেয়রের

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : শহিদ ভগৎ সিংয়ের প্রয়াণ দিবস পালন উপলক্ষে শনিবার সকালে আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড় এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগৎ সিংয়ের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নৌজওয়ান পঞ্জাবি সভা বার্নপুরের সহযোগিতায় আসানসোল পুরনিগমের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধান সভার বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, পুরনিগমের ওএস বীরেণ অধিকারী ও নৌজওয়ান পঞ্জাবি সভার সমস্ত সদস্যরা ।

এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, আজ শহিদ দিবস পালন করা হয় শহিদ ভগৎ সিংয়ের বলিদান দিনকে সামনে রেখে। মলয় ঘটক আগামী প্রজন্মের কাছে ভগৎ সিংয়ের মতো মহান শহিদদের আত্মত্যাগকে স্মরণ করার আহ্বান জানান। যাঁরা স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের জীবন আমাদের দেশের জন্য উৎসর্গ করা হয়েছে। আমরা এই দেশে জন্মেছি, তাই আজ স্বাধীন ভারতে নিঃশ্বাস নিতে পারছি।

তিনি আরও বলেন, আজ যদি ভগৎ সিংয়ের মতো মানুষ বেঁচে থাকতেন, তাহলে পঞ্জাবের কৃষকদের এইভাবে বাঁচতে হতো না। তিনি স্পষ্টভাবে বলেন, দেশে ভগৎ সিংয়ের মতো মানুষের প্রয়োজন আজও আছে। যাতে দেশে গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা যায়।

অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় বলেন, পুরো দেশ ভগৎ সিংয়ের মতো মানুষদের থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত । বর্তমান প্রজন্ম যেমন ভগৎ সিং থেকে অনুপ্রেরণা নিয়েছে, তেমনি আগামী প্রজন্মকেও তার কাছ থেকে অনুপ্রেরণা নিতে হবে। যাতে ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত গড়তে পারা যায়।

তিনি আরও বলেন, ১৯৮৪ সালে এই জায়গায় ভগৎ সিংয়ের মূর্তি স্থাপন করা হয়েছিল। এখন এখানে ভগৎ সিংয়ের মূর্তির উপরে বিশ্ব বাংলা গেট তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই গেটের কিছু কাজ বাকি আছে যা খুব শিগগিরই শেষ করা হবে।

অন্যদিকে, এদিন একইভাবে বার্নপুর গুরুদ্বোয়ারা প্রবন্ধন কমিটি আসানসোলের ভগৎ সিং মোড়ে শহিদ ভগৎ সিংয়ের মূর্তির সামনে এক অনুষ্ঠানের আয়োজন করে। পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ ভগৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি সুরেন্দ্র সিং-সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিখ সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এদিন অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আত্মত্যাগ দিবস উপলক্ষে আসানসোলে ভগৎ সিং মোড়ে শহিদ-ই-আজম ভগৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে সর্বভারতীয় সম্পাদক রাজু রাম সহ অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি সোমনাথ সিনহা, আদরনাথ হরিজন, হেমন্ত মিশ্র, আস্তিক দাস অমিত কুমার সিং উপস্থিত ছিলেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *