উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তুমুল ঝড়-বৃষ্টি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত আধঘণ্টা সময় বরাদ্দ করল পর্ষদ।
এদিন মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল সকাল ১০:৪৫ থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে, পরীক্ষার সময়ই প্রবল ঝড়-বৃষ্টির কারণে অনেক জায়গায় লোডশেডিং হয়ে যায়, যার ফলে পরীক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হন। পরিস্থিতির গুরুত্ব বুঝে পর্ষদ সিদ্ধান্ত নেয় যে পরীক্ষার্থীদের প্রয়োজন, তাদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে।
সুন্দরবন-সহ প্রান্তিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

বিশেষত সুন্দরবনের বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারে পরীক্ষা দিতে হয় অনেক পরীক্ষার্থীকে। পরীক্ষা কেন্দ্রে আলো না থাকায় পড়ুয়াদের অসুবিধা হওয়ায়, অতিরিক্ত সময় বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি জানান, “বৃষ্টির কারণে অনেক স্কুলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পর্ষদ সচিবের সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীদের স্বার্থে অতিরিক্ত সময় বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।”
শনিবার ঐচ্ছিক বিষয়, আবারও আবহাওয়া বিভ্রাটের আশঙ্কা
আগামী শনিবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, সেদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরীক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। ঝড়-বৃষ্টির কারণে তারা যে অসুবিধায় পড়েছিল, অতিরিক্ত সময় পাওয়ার ফলে সেই সমস্যা অনেকটাই লাঘব হয়েছে বলে জানিয়েছে তারা।




Be First to Comment