বারাবনি: সোমবার সকালে বারাবনি ব্লক প্রশাসন এবং বারাবনি থানার তরফে অজয় নদের উপর তৈরি পাথর দিয়ে তৈরি অবৈধ সেতু ভেঙে ফেলা হল।
জানা গেছে, জামগ্রাম পঞ্চায়েত অন্তর্গত অজয় নদীর আমুলিয়া ঘাটে বাংলা ঝাড়খণ্ড সীমানার মানুষের যাতায়াতের জন্য অবৈধ সেতু তৈরি করা হয়েছিল। সেই সেতুটি বারাবনি থানার পুলিশ জেসিপি দিয়ে ভেঙে দেয়।
এদিন বারাবনি বিডিও জানান, অভিযোগ পাওয়ার পরেই অবৈধ সেতুটি ভেঙে ফেলা হয়েছে। তবে ঝাড়খণ্ড সীমানার মানুষেরা জানান, এই পথ দিয়ে আসানসোল যাওয়ার বিশেষ সুবিধা ছিল।তাই গ্রামের মানুষেরা মিলে এই সেতু তৈরি করেছিল। এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ হাসপাতাল সহ বাজারে আসা যাওয়া করে।

তবে যদি প্রশাসন রুণাকুড়া ঘাটের মত স্থায়ী সেতু তৈরি করে দেয় তবে প্রচুর মানুষ উপকৃত হবে।




Be First to Comment