আসানসোল : “অপারেশন সতর্ক” টিমের উদ্দেশ্য হল সতর্ক থেকে লক্ষ্য রেখে রেল চত্বরে নিরাপত্তা বাড়ানো ও অবৈধ কার্যকলাপ দমন করা।
আসানসোল পশ্চিম অবস্থিত রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) আসানসোল রেল পুলিশের সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায় আসানসোল স্টেশনে অভিযান চালায়। এই অভিযানটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সারা দেশের রেলস্টেশনে আইনশৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টার একটা অংশ মাত্র ।
জানা গেছে, সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আসানসোল স্টেশনের ৩/৪ নম্বর প্ল্যাটফর্মে নিয়মিত টহল দেওয়ার সময় আরপিএফ ও আসানসোল রেল পুলিশের কর্মীরা সন্দেহজনক ভাবে এক যুবককে আটক করে৷ পরে জানা যায়, ওই যুবকের নাম সৈয়দ শামিম। তার বাড়ি আসানসোলের দক্ষিণ থানার বুধার বুদ্ধ, সামন্ত পাড়ায়। বছর ২৫ এর শামিমকে তল্লাশি করার সময় আরপিএফ ও রেল পুলিশ তার কাছ থেকে একটি সাদা নাইলন ব্যাগ পান। যাতে ৪৮ টি বিয়ারের ক্যান (প্রতিটি ৫০০ মিলি) ছিলো। যার বাজার মূল্য ৫ হাজার টাকা। এরপর শামিমকে আসানসোল রেল পুলিশের হাতে আসানসোল আরপিএফের পশ্চিম পোস্ট তুলে দেয়।

পরে রেল পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জিআরপি বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের ধারা ৪৬/এ (বি) ও ( সি) ধারায় একটি মামলা করে আসানসোল রেল পুলিশ।




Be First to Comment