Press "Enter" to skip to content

বারুইপুরে রাস্তার পাশেই জলাভূমি বুজিয়ে চলছে বেআইনি নির্মাণ, প্রশাসন দর্শক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : কলকাতা শহরতলি লাগোয়া বারুইপুরে রাস্তার পাশেই চলছে বেআইনি নির্মাণ কাজ।জলাভূমি বুজিয়ে তৈরি হচ্ছে বহুতল। অভিযোগ, এর জন্য নেওয়া হয়নি কোনো অনুমতিও।

এবার বেআইনি নির্মাণকাজের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অভিযোগ, বারুইপুর থানাএলাকায় পুকুর বুজিয়ে তৈরি হচ্ছে ওই বহুতল।বারুইপুর পঞ্চায়েত সমিতির অধীন নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের জনবহুল এলাকায় মূল রাস্তার পাশেই রমরমিয়ে চলছিল একটি বেআইনি নির্মাণ কাজ।

তবে নির্মাণকারীদের দাবি, পঞ্চায়েতের থেকে অনুমতি নিয়েই কাজে হাত দেওয়া হয়েছে।তবে এ ব্যাপারে বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস বলেন,আমাদের কাছে এমন কোনও খবর নেই। তবে স্থানীয় পঞ্চায়েত মারফত পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ ভাবে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের ক্ষেত্রে রয়েছে নানা বিপদের ঝুঁকি। জলাভূমির উপর যেখানে মাটি নরম, সেখানে বহুতল তৈরি হলে যে কোনও সময় তা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। মূল রাস্তা সংলগ্ন জলাজমিতে এই ভাবে নির্মাণকাজ চালানো আরও বিপজ্জনক।

এর পরেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কী ভাবে দিনেদুপুরে মূল সড়কের পাশেই পুকুর বুজিয়ে এই বেআইনি নির্মাণকাজের বিষয়টি তাঁদের চোখ এড়িয়ে গেল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।তবে ওই বহু তলের নির্মাতা আজগর খান ও আলাউদ্দিন মোল্লা বলেন, নবগ্রাম পঞ্চায়েতের থেকে অনুমোদন পাওয়ার পরেই নির্মাণের কাজ শুরু হয়েছিল। পঞ্চায়েতের দফতরে জমা দেওয়া হয়েছিল যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র। মিলেছিল অনুমতিও।

তবে তাদের একথা মানতে নারাজ পঞ্চায়েত। তাদের দাবি,আবেদনপত্র জমা পড়লে ও এখনও নির্মাণে ছাড়পত্র দেওয়া হয় নি। তবে দু’পক্ষের টানাপড়েনে ক্ষুব্ধ এলাকাবাসী।

এ বিষয়ে বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এবং প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *