Press "Enter" to skip to content

জামুড়িয়া থানা এলাকায় চলছে অবৈধ কয়লার রমরমা কারবার, সিআইএসএফের হাতে আটক ২টি কয়লা বোঝাই ট্রাক

সিআইএসএফের হাতে ধরা পড়ল দুটি কয়লা বোঝাই ট্রাক। নিজস্ব ছবি

নিজস্ব সংবাদদাতা, জামুরিয়া: আসানসোলের জামুড়িয়া থানা এলাকায় চলছে অবৈধ কয়লার রমরমা কারবার | এমন অভিযোগ বেশ কিছুদিন ধরেই আসছিল। এ বার সেই অভিযোগ সত্যি হল, সিআইএসএফের হাতে ধরা পড়ল দুটি কয়লা বোঝাই ট্রাক।

কয়লা পাচার নিয়ে এতো বিতর্কের পরেও এখন অবৈধ কয়লা পাচারের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানা এলাকা। সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীদের গোপন অভিযানে অবৈধ কয়লা বোঝাই দুটি ট্রাক ধরা পড়ে জামুড়িয়া থানা এলাকার চুরুলিয়ায়।

কয়লা বোঝাই ট্রাক দুটি জামুড়িয়া থানার হেফাজতে দিয়ে ইসিএলের অভিযোগের পরেও পুলিশ ঘটনার তিন দিন পরেও কোন অভিযোগ দায়ের না করায় প্রশ্ন উঠছে।

অভিযোগ, তারকেশ্বর, লোকেশ, আখতার, নিরঞ্জন-সহ বেশ কয়েকজন কয়লা মাফিয়ার নামে ইসিএলের পক্ষ থেকে জামুড়িয়া থানা ও চুরুলিয়া আউটপোস্টে লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ এখনও তাদের এফআইআরের কোন কপি দেয়নি।

তাই পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। কোনও রকম রাখঢাক না করেই কেউকেউ বলছেন পুলিশ কয়লা পাচারের ঘটনাটিকে ধামচাপা দিতে চাইছে। তা না হলে দু দুটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক থানার হেফাজতে দেওয়া, কয়লা মাফিয়াদের নামে অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও তাদের ধরতে কোনো উদ‍্যোগ নেয়নি কেন ।

পুলিশ ঘটনাটিকে ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় অবৈধ কয়লা পাচার চলছে জনৈক তারকেশ্বর নামের এক মাফিয়ার প‍্যাড ব‍্যবহার করে। এক একটি প‍্যাডের দাম নেওয়া হচ্ছে লক্ষাধিক টাকা।আর এই প্যাড ব‍্যবহার করেই চলছে অবৈধ কয়লা পাচারের রমরমা কারবার। পুলিশের সহযোগিতাতেই ফুলেফেঁপে উঠেছে এই অবৈধ কয়লা কারবার।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *