রানিগঞ্জ: লোকসভা নির্বাচন শেষ হতেই অবৈধভাবে কয়লা পাচার প্রক্রিয়া শুরু । এই অবৈধ কয়লা পাচার রুখতে এবার সক্রিয় হল ইসিএল এর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী ও পুলিশ প্রশাসন। এই বিষয়ের উপর নজর দিয়ে দিকে দিকে চলছে অবৈধ কয়লা আটক এবং ব্যাপক ধরপাকড়।
বৃহস্পতিবার এমন বিষয় লক্ষ্য করা গেছে কয়লা শিল্পাঞ্চলের বিভিন্ন অংশে। তার প্রেক্ষিতে রানিগঞ্জ জামুরিয়া ও পাণ্ডবেশ্বর এলাকার দিকে দিকে অভিযান চলেছে।
পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধ কোলিয়ারি এলাকায় অতর্কিত হানা দিয়ে উদ্ধার করা হল ২৫ টন চুরির কয়লা। পুলিশ প্রশাসনের সঙ্গেই নজরদারি রেখে ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার সিআইএসএফ একযোগে অভিযান চালিয়ে উদ্ধার করে এই বিপুল পরিমাণ কয়লা।

উল্লেখ্য, যেখানে এই কয়লা মজুদ করা হয়েছিল তা কয়লা খনির আশেপাশে এলাকায় হওয়ার কারণে পুলিশ প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে ব্যাপক বেগ পেতে হয় ।যদিও সিআইএসএফ এক্ষেত্রে তৎপর হয়ে অভিযান করায় সফল হয় কয়লা পাচার রুখে দেওয়ার ।



Be First to Comment