উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিয়েছেন, নয়ানজুলি, পুকুর বা সরকারি জমিতে যেন কোনও অবৈধ নির্মাণ না হয়। কিন্তু সেই নির্দেশকেই বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও পাথরপ্রতিমা থানার সংলগ্ন গঙ্গাধরপুর রোডের পাশে নয়ানজুলিতে উঠছে একের পর এক পাকা ঘর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইকেল মোড়ের কাছে নয়ানজুলিতে মাটি ফেলে জলনিকাশি ভরাট করে বাড়ি বানাচ্ছেন এক আইসিডিএস কর্মী পারুল দাস। অভিযোগ উঠছে, প্রশাসনের সঙ্গে কথা বলে মাটি ফেলার বরাত দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। প্রশাসন প্রথমে কাজ বন্ধ করলেও ফের সেখানে ঘর তৈরি শুরু হয়েছে। এমনকি দাবি করা হচ্ছে, ঘর তৈরির জন্য অনুমতিও নেওয়া হয়েছে প্রশাসনের কাছ থেকে।
কিন্তু প্রশ্ন উঠছে—কে সেই প্রশাসন, যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে এমন অনুমতি দিল? পঞ্চায়েত সদস্য আবার দাবি করেছেন, ওটি নয়ানজুলি বা সরকারি জমি নয়, রাস্তাতেও নয়, তাই নির্মাণ অবৈধ নয়।

স্থানীয়দের একাংশ বলছে, প্রশাসনের নীরবতা থেকেই স্পষ্ট, প্রভাবশালীদের চাপে পড়েই চোখ বন্ধ করে রয়েছে তারা। এখন দেখার, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চলা এই নির্মাণ কতদূর গড়ায়, আর প্রশাসন আদৌ জবাবদিহি করে কিনা।



Be First to Comment