অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার হল আইসিডিএস ও আশা কর্মীদের বৈঠক । এদিন সন্ধ্যাবেলায় বৈঠকটি হয় বাঁকোলা সুভাষ কলোনির “কলরব” হল-এ । এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যরা ।
পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের নামে কিছু লোক পাণ্ডবেশ্বরের আইসিডিএস ও আশা কর্মীদের ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে। অশান্ত করছে শান্ত পাণ্ডবেশ্বরকে। এদিনের বৈঠকে আইসিডিএস ও আশা কর্মী ডেকে সমস্ত কিছু বোঝানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলে সুবিধা অসুবিধা বিষয়ে খবরও নেওয়া হয় এই বৈঠকে ।
এদিন ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টার গুলির পরিকাঠামোর উন্নয়ন, পড়াশুনোর ও খাবারের মান বৃদ্ধি সহ আইসিডিএস কর্মীদের সুবিধা-অসুবিধা, অভাব অভিযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় । এ দিনের বৈঠকে ব্লকের প্রায় সাড়ে চারশ জন আশা কর্মী ও আইসিডিএস কর্মী যোগ দিয়েছিলেন বলে দলের সূত্রে জানানো হয়েছে ।

এদিনের এই বৈঠকে যোগ দেওয়া আইসিডিএস কর্মী গোপা বন্দোপাধ্যায় বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের নামে যারা আইসিডিএস কর্মীদের নিয়ে লড়াই করছেন তারা আমাদের সঙ্গে নেই।
তিনি আরও বলেন, “পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন আমাদের সুবিধা ও অসুবিধা কথা শুনেছেন।” সবকিছু শুনে তিনি আগামী দিনে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে গোপা বন্দোপাধ্যায় জানান ।



Be First to Comment