নতুন পুর কমিশনারকে দায়িত্ব হস্তান্তর বিদায়ী কমিশনারের। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা: আসানসোল পুরনিগমের পুর কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন আইএএস রাজু মিশ্র। দীর্ঘ কয়েক বছর পরে রাজু মিশ্র স্থায়ী পুর কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। শুক্রবার নতুন পুর কমিশনার রাজু মিশ্রকে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিশনার আকাঙ্ক্ষা ভাস্কর।
দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিম উল হক, সচিব শুভজিৎ বসু প্রমুখ। দু’জনকেই মেয়র-সহ অন্যান্যরা পুষ্পস্তবক ও শাল দিয়ে সম্মানিত করেন।
প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ সিইও আকাঙ্ক্ষা ভাস্করকে পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন থেকে আইএএস রাজু মিশ্র পুর কমিশনারের কাজ করবেন। এডিডিএ সিইওর দায়িত্ব সামলাবেন আকাঙ্ক্ষা ভাস্কর।
উল্লেখ করা যেতে পারে, রাজু মিশ্র ও আকাঙ্ক্ষা ভাস্কর সম্পর্কে স্বামী-স্ত্রী। আকাঙ্ক্ষা ভাস্করের আগে পর্যন্ত যেসব অফিসার অতিরিক্ত জেলাশাসক, এডিডিএ সিইও এবং মহকুমাশাসক ছিলেন, বলতে গেলে তাঁদের সবাই অতিরিক্ত দায়িত্ব হিসাবে আসানসোল পুরনিগমের পুর কমিশনারের দায়িত্ব সামলেছিলেন।
আরও পড়ুন: দীর্ঘদিন পর আসানসোল পুরনিগমের স্থায়ী কমিশনার পদে বসানো হচ্ছে আইএএস রাজু মিশ্রকে
Be First to Comment