বিজেপিতে যোগদান। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, কুলটি : আসানসোলের কুলটি বিধানসভা এলাকায় রাজনৈতিক দলবদল হল।
রবিবার এক অনুষ্ঠানে বামফ্রন্টের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের বর্তমান এরিয়া সম্পাদক ও সহ-সভাপতি ৫০ জনেরও বেশি কর্মী ও সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান করেন।
বিজেপি বা ভারতীয় জনতা পার্টির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় এবং বিধায়ক ডা. অজয় পোদ্দারের হাত থেকে তারা পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করলেন ৷
বিজেপি নেতারা জানান, ডিসেরগড় থার্মাল পাওয়ার প্ল্যান্টের বামপন্থী ইউনিয়নের সম্পাদক ও তৃণমূল-সহ অন্যান্য দল থেকে আরও ১০০ জন দলবদল করে বিজেপিতে যোগ দেন।
Be First to Comment