অনলাইন কোলফিল্ড টাইমস : রানিগঞ্জের বাঁশড়া কোলিয়ারি এলাকার সুড়িপাড়ায় এক গৃহস্থের বাড়ির বারান্দায় ধস। আর সেই ধসে তৈরি হয়েছে একটি বিশালাকার গর্ত।
রবিবার সকালের এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় রানিগঞ্জের বাঁশড়া কোলিয়ারি এলাকার সুড়িপাড়ায়। গত দুদিন ধরে একটু একটু করে ধসের লক্ষণ দেখা দিলেও, রবিবার সকালের দিকে প্রায় ১০ ফুট বাই ৬ ফুট এলাকা জুড়ে ২৫ ফুট গভীর ধস দেখা দেয় বাড়ির বারান্দায় ।
জানা গেছে, বাঁশড়া কোলিয়ারির এই বাড়িতে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে খনি কর্মী সিদ্দিক মিয়া বাস করতেন। বর্তমানে তার ছেলে ইসমাইল মিয়া নিজের পরিবারের সদস্যদের নিয়ে পাট্টা দেওয়া জমিতে আবাস যোজনার টাকায় করা বাড়িতে বাস করেন।

এই এলাকারই অদূরে রয়েছে ইসিএলের বাঁশড়া কয়লা খনি। সেই ভূগর্ভস্থ খনির মধ্যে কয়লা কাটার পর খনির নিচের অংশে বালি ভরাট না করার কারণে এইভাবে ধসের ঘটনা ঘটেছে বলেই দাবি করেছেন পরিবারের সদস্য, এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সবাই।
স্থানীয়দের দাবি, ইসিএল কর্তৃপক্ষ খনির নিচে কয়লা কাটার পরে যেভাবে খনিকে সুরক্ষিত রাখার জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা তারা নেয় না। যে কারণে বারংবার এই এলাকার বিভিন্ন অংশে ধসের ঘটনা ঘটে চলেছে । আর এই ধসের ঘটনা জানতে পারার পরে আশেপাশে বিস্তীর্ণ অংশে থাকা জনবহুল এলাকার মানুষজনেরা আতঙ্কিত হয়ে পড়ছেন ।
এই এলাকায় বারবার ধসের ঘটনা ঘটতে থাকায় ইসিএলকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা । পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত এই পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া এবং তাদের বসবাসের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতেও দাবি জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা পৌঁছান। তারা সমস্ত এলাকা খতিয়ে দেখেন। ধসের এলাকায় যাতে অন্য কেউ যেতে না পারেন তারজন্য নজর রাখতে বিশেষভাবে নজরদারি চালানোর পাশাপাশি বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা।




Be First to Comment