অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, মুর্শিদাবাদ: এক ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার। ভোটের আগে চাঞ্চল্য মুর্শিদাবাদে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দিকে দিকে হইচই।
মুর্শিদাবাদের রানিনগর এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার পানিপিয়া পুরাতনপাড়া মাঠ এলাকায় একটি বাসিন্দা আব্দুর রজ্জাকের বাড়ির পিছনে ঘাসজমিতে তল্লাশি চালিয়ে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে।
বোমাগুলি কোথা থেকে এসেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য ‘বম্ব ডিসপোজাল স্কোয়াড’কে ঘটনাস্থলে ডাকা হয়।

বাড়ির মালিক আব্দুর রজ্জাক জানান, তাঁর জানা নেই কে বা কারা রাতের অন্ধকারে বোমা রেখেছে। অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, বোমাগুলি নিষ্ক্রিয় করার আগে সেগুলির উপর কড়া নজর রাখা হয়,যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
লোকসভা ভোটের ফলপ্রকাশের আগেই এই ঘটনার চেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ঘটনার উপর নিরবচ্ছিন্ন ভাবে নজর রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে। আর দু’দিন বাদেই ভোটের ফলপ্রকাশ। তার আগে মুর্শিদাবাদের নানা এলাকা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা চিন্তা বাড়িয়েছে।



Be First to Comment