মিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবি: প্রতিবেদক
শান্তনু দাস, পুরুলিয়া: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মহিলাদের সম্মানিত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলার হুড়া ব্লক এলাকাতে আজ, সোমবার বিশাল মিছিল অনুষ্ঠিত হল হুড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
সবুজ আবির উড়িয়ে ও একে অপরের মধ্য দিয়ে মিষ্টি মুখ করে আনন্দে উল্লাসে মেতে উঠলেন এ দিনের এই মিছিলে সামিল হওয়া হুড়া ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মহিলা। হুড়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এ দিনের এই মিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়-সহ হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতো, হুড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুরজমনী মান্ডি, হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দিপালী মাহাতো, হুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অরুণকুমার পতি, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুভাষ মাহাতো ও হুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন দত্ত-সহ হুড়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের বিভিন্ন মহিলা নেতৃত্ব ও কর্মীরা।
এ দিনের এই মিছিলে সামিল হয়ে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মহিলাদের যেভাবে আরও সম্মানিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা সত্যিই নজিরবিহীন। লক্ষীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের বাজেটে যেভাবে সমস্ত স্তরের মানুষজনদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, তা শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন। আগামী নির্বাচনে তাই বাংলার মানুষই ঠিক করবেন প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ্য কি না।’
Be First to Comment