কুলটি: মহাকুম্ভে পবিত্র স্নান করতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। বুধবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একটি চারচাকা গাড়িতে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হওয়া আট জনের দল দুর্ঘটনার কবলে পড়ে কুলটি থানার চৌরঙ্গী মোড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ১৯ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পিছন থেকে গাড়িটিকে ধাক্কা মারে। ধাক্কার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে গিয়ে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শান্তনু মুখোপাধ্যায় (৬৫) ও শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০)-এর। এছাড়া আহত হয়েছেন শান্তনুবাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধূ অনন্যা মুখোপাধ্যায়, শৈলেনবাবুর স্ত্রী রুম্পা বন্দ্যোপাধ্যায়, শৈলেনবাবুর আত্মীয় শিউলি কর্মকার ও গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী।

আহতদের দ্রুত আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিউলি কর্মকারের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “গাড়িটি প্রয়াগরাজ যাচ্ছিল। আচমকা একটি ট্রাক সেটিকে ধাক্কা মারে, যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।” তিনি আরও জানান, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির অবস্থা ভয়াবহ, এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Be First to Comment