অক্সিজেন মাস্ক লাগিয়ে সিক বেডে পরীক্ষা। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এসে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে দক্ষিণ বারাশতের এক ছাত্রী। অবশেষে শিক্ষকদের তৎপরতায় অক্সিজেন মাস্ক লাগিয়ে সিক বেডে পরীক্ষা দিল ওই ছাত্রী।
জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণপুর অঞ্চলের বাসিন্দা আয়েশা খাতুন দক্ষিণ বারাশত শ্রীশ্রী সারদামণি বালিকা বিদ্যালয়ের এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর পরীক্ষার সিট পড়েছে দক্ষিণ বারাশত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ে।
বুধবার তৃতীয় দিনে এডুকেশন বিষয়ে পরীক্ষা দিতে এসেই পরীক্ষা হলে অসুস্থ হয়ে পড়ে আয়েশা খাতুন। সঙ্গে সঙ্গে স্কুলের পরীক্ষকদের বিশেষ তৎপরতায় তাকে নিয়ে যাওয়া হয় জয়নগর -১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেখানেই এ দিন অক্সিজেন মাস্ক পরে পরীক্ষা দেয় ওই ছাত্রী। এবং এ দিনের পরীক্ষা ভালো হয়েছে বলে সে জানায়।
Be First to Comment